সিরাজগঞ্জের তাড়াশে ট্রাক চাপায় প্রাণ গেল মেহেদী হাসান (২৮) নামের এক মোটরসাইকেল আরোহীর। নিহত মেহেদী হাসান নাটোরের বাগাতিপাড়া উপজেলার সাজা মালঞ্চি গ্রামের শহিদুল ইসলামের ছেলে।
শনিবার সকাল সাড়ে ১০টার দিকে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের তাড়াশ উপজেলার মহিষলুটি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. লুৎফর রহমান জানিয়েছেন, নিহত মেহেদী হাসান নাটোর থেকে মোটরসাইকেল যোগে ঢাকায় যাওয়ার পথে মহিষলুটি এলাকায় একটি গাড়ি তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান। পরে তার মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে।
এ ঘটনায় ঘাতক গাড়ি আটক করা সম্ভব হয়নি
বিডি প্রতিদিন/ ওয়াসিফ