পার্বত্য চট্টগ্রামের প্রবীণ সাংবাদিক একেএম মকছুদ আহমেদের উপর প্রকাশিত বায়োগ্রাফি গ্রন্থ ‘পাহাড়ের সংশপ্তক’র প্রকাশনা উৎসব গতকাল শুক্রবার রাতে বান্দরবান প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী ও বান্দরবান প্রেসক্লাবের আজীবন সদস্য বীর বাহাদুর উশৈসিং এমপি গ্রন্থের মোড়ক উন্মোচন করেন।
বান্দরবান প্রেসক্লাবের সভাপতি মনিরুল ইসলাম মনু সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে একেএম মকছুদ আহমেদ, পাহাড়ের সংশপ্তক গ্রন্থের সম্পাদক জান-ই-আলম, সিনিয়র সাংবাদিকরা, জনপ্রতিনিধি ও সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পরে মন্ত্রী বান্দরবান প্রেসক্লাবের স্থায়ী সদস্যপদ প্রাপ্ত ১৩ জন সদস্যের হাতে স্থায়ী সদস্য সনদ এবং ক্রেস্ট তুলে দেন।
বিডি প্রতিদিন / অন্তরা কবির