স্বাধীনতার ৫০ বছর পূর্তি উপলক্ষে নওগাঁয় 'রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধাদের স্মৃতি কথা' বইয়ের মোড়ক উন্মোচন ও বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে। শনিবার দুপুরে মোরশেদ তরফদার ফাউন্ডেশনের উদ্যোগে নওগাঁ শহরের প্যারিমোহন সাধারণ গ্রন্থাগার মিলনায়তনে এই সম্মাননা দেওয়া হয়।
এতে মোরশেদ তরফদার ফাউন্ডেশনের আহবায়ক কাজী জিয়াউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ সদর আসনের সংসদ সদস্য ব্যারিষ্টার নিজাম উদ্দিন জলিল জন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ নওগাঁ জেলা ইউনিটের সাবেক কমান্ডার হারুন অল রশিদ। অনুষ্ঠানে ৯০ জন মুক্তিযোদ্ধাকে সম্মাননা স্মারক দেওয়া হয়।
এছাড়া মোরশেদ তরফদার ফাউন্ডেশনের উদ্যোগে ৫০ জন মুক্তিযোদ্ধার স্মৃতিচারণ নিয়ে রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা বইটি প্রকাশ করা হয়।
বিডি প্রতিদিন/এএ