চট্টগ্রাম নগরীতে অভিযান চালিয়ে চার কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। গ্রেফতার হওয়া ওই মাদক ব্যবসায়ীর নাম নজরুল ইসলাম। নগরীর আকবরশাহ থানাধীন সিডিএ আবাসিক এলাকা গতকাল শুক্রবার রাতে থেকে নজরুলকে গ্রেফতার করা হয়।
সিএমপি’র মুখপাত্র অতিরিক্ত উপ-কমিশনার আরাফাতুল ইসলাম বলেন, শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে সিডিএ আবাসিক এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে চার কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
বিডি প্রতিদিন / অন্তরা কবির