জয়পুরহাটে এতিম শিশুদের মাঝে পবিত্র কোরআন শরিফ বিতরণ করা হয়েছে। শনিবার দুপুরে শহরের মাতৃভূমি অটিজম একাডেমি মিলনায়তনে নুরুল ইসলাম ফাউন্ডেশনের আয়োজনে এতিমখানা মাদ্রাসার ১৫০ জন এতিম শিশুদের মাঝে কোরআন শরিফ বিতরণ করা হয়।
কোরআন শরিফ বিতরণ কালে জয়পুরহাট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান সোলায়মান আলী, জয়পুরহাট ইন্সটিটিউট অব মাইনিং, মিনারেলজি অ্যান্ড মেটালার্জির পরিচালক ড. মোহাম্মদ নাজিম জামান, জয়পুরহাট সিদ্দিকীয়া কামিল মাদ্রাসা অধ্যক্ষ আব্দুল মতিন, মাতৃভূমি অটিজম একাডেমির সভাপতি তিতাস মোস্তফা উপস্থিত ছিলেন।
কোরআন শরিফ বিতরণ শেষে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের রুহের মাগফেরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।
বিডি প্রতিদিন/এএ