বগুড়ার ধনুট উপজেলায় আম গাছের পাতা ঝাড়ু দেওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মর্জিনা বেগম (৫০) নামের এক নারী মারা গেছেন।
১৫ নভেম্বর (সোমবার) সকাল ৬ টায় ধনুট উপজেলার পূর্ব ভরণশাহী গ্রামে নিহতের নিজ বাড়িতে ঘটনাটি ঘটে। মর্জিনা বেগম ধনুট উপজেলার পূর্ব ভরণশাহী গ্রামের মৃত মকবুল হোসেনের স্ত্রী।
জানা যায়, নিহত মর্জিনা বসতবাড়ীর সামনে আম গাছের পাতা ঝাড়ু দেওয়ার সময় বৈদ্যুতিক লাইনের লুজ কানেকশন হতে বিদ্যুৎ স্পৃষ্ট হলে তার ছেলে মো. মোয়াজ্জেম হোসেন দেখতে পেয়ে দ্রুত বিদ্যুতের মেইন সুইচ বন্ধ করে ডাক চিৎকার করতে থাকে। পরবর্তীতে ঘটনাস্থলে মৃত্যু ঘটে।
ধুনট থানার পুলিশ পরিদর্শক তদন্ত জাহিদুল হক জানান, সংবাদ পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। কোনো অভিযোগ না থাকায় লাশ বিনা ময়নাতদন্তে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
বিডি প্রতিদিন/হিমেল