ঢাকার ধামরাইয়ে গত ১১নভেম্বর অনুষ্ঠিত দ্বিতীয় ধাপের ইউপি নির্বাচনে ৭ ইউপিতে নৌকার ভরাডুবি হয়েছে। নৌকার ভরাডুবি হওয়া ইউনিয়নগুলো হচ্ছে- চৌহাট, যাদবপুর, ভাড়ারিয়া, ধামরাই সদর, কুল্লা ও নান্নার। ভরাডুবি হওয়া ৭ ইউপির মধ্যে ধামরাই সদর ইউপিতে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব মো. শাহাবদ্দিনের জামানত বাজেয়াপ্ত হয়েছে।
জানা গেছে, ধামরাই সদর ইউপি নির্বাচনে ওই ইউনিয়নের মোট ভোটার সংখ্যা এক ১০ হাজার ০১টি। মোট ৮ হাজার ৫৭৭ ভোট কাস্ট হয়েছে। বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী মশিউর রহমান চশমা প্রতীকে তিন হাজার ৬০৩ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী হাজী আমজাদ হোসেন পেয়েছেন দুই হাজার ৫১৭ ভোট। আর আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মো. শাহাবুদ্দিন পেয়েছেন মাত্র ৫৭৬ ভোট।
উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, মোট ভোটের আট ভাগের এক ভাগ ভোট না পেলে ওই প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়। নিয়মানুযায়ী ধামরাই সদর ইউপিতে আওয়ামী লীগের নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী জামানত হারান।
বিডি প্রতিদিন/আবু জাফর