সাতক্ষীরা জেলায় নিকাহ রেজিস্ট্রার ও হিন্দুবিবাহ নিবন্ধনকারিদের দক্ষতা বৃদ্ধি, স্বচ্ছতা ও জবাবদিহিতা জোরদারকরণের লক্ষে অভ্যন্তরীণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সাতক্ষীরা জেলা রেজিস্ট্রার কার্যালয়ে আজ সোমবার সকালে এই প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
সাতক্ষীরা জেলা রেজিস্ট্রার আব্দুল হাফিজের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ন কবির। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাতক্ষীরা মহিলা বিষয়ক অধিদপ্তরে উপ-পরিচালক এ.কে এম. শফিউল আযম, সাতক্ষীরা সদর উপজেলা সাব-রেজিস্ট্রার মো. মশিউর রহমান, কালিগঞ্জ উপজেলা সাব-রেজিস্ট্রার এস.এম মোস্তাফিজুর রহমান, শ্যামনগর উপজেলার সাব-রেজিস্ট্রার ইমরুল হাসান, আশাশুনি উপজেলা সাব-রেজিস্ট্রার মো. কাজী নজরুল ইসলাম, কলারোয়া সাব-রেজিস্ট্রার মঞ্জুরুল হাসান, ইসলাম কাটির মোস্তাক হোসেন, নিকাহ রেজিস্ট্রার ধুলিহর ইউনিয়নের মোহাম্মদ আলী হাবিবী, আলীপুর ইউনিয়নের মো. রেজাউল করিম প্রমূখ।
বিডি প্রতিদিন / অন্তরা কবির