শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার সখিপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় চারটি দোকান সম্পূর্ণ পুড়ে গেছে। অগ্নিকাণ্ডের ঘটনায় নগদ অর্থসহ মালামালের ব্যাপক ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। উপজেলার সখিপুর বাজারে আজ সোমবার ভোররাতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয়ভাবে জানা গেছে, ফায়ার সার্ভিস প্রায় কয়েক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এতে প্রায় ৪টি দোকান পুরে ছাই হয়ে যায় এবং আরও একটি দোকান ক্ষতিগ্রস্ত হয়।
শরীয়তপুর থেকে ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার হারুন অর রসিদ জানান, ঘড়িসার বাজারে আগুনের খবর পেয়ে আমরা ছুটে যাই ও দীর্ঘক্ষণের চেষ্টায় আগুন নেভাতে সক্ষম হই।
বিডি প্রতিদিন / অন্তরা কবির