ময়মনসিংহের ফুলপুরে চাঁদাবাজির প্রতিবাদে মানববন্ধন অনুৃষ্ঠিত হয়েছে। সোমবার দুপুর সোয়া ১২টা থেকে বেলা সোয়া ১টা পর্যন্ত ঘন্টাব্যাপী উপজেলা পরিষদ গেইটের সামনে ঢাকা-হালুয়াঘাট আঞ্চলিক মহাসড়কের পাশে ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়। উপজেলার ছনধরা বাজারের দেড়শ থেকে দুইশ ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ী, আওয়ামী লীগ নেতাকর্মী এবং এলাকাবাসীর অংশগ্রহণে অনুষ্ঠিত মানববন্ধনে নেতৃত্ব দেন ছনধরা ইউপি চেয়ারম্যান প্রভাষক আবুল কালাম আজাদ ও আওয়ামী লীগ নেতা হাফিজুল হাসান সবুজ।
কাঁচামাল ব্যবসায়ী ফজলুল হক বলেন, ইজারাদার শহীদুল ইসলাম তোলা মিয়াকে আমরা প্রত্যেক ভিটি বাবদ বাৎসরিক ১ হাজার টাকা করে চাঁদা দিয়েছি। আর প্রতি শুক্রবারে ৩০ টাকা, রবি ও বুধবারে ২০ টাকা এবং মঙ্গলবারে ১০ টাকা করে নিয়মিত চাঁদা দেই। এরপরও আমাদের দোকান ভেঙে দিতে চায়। মনোহারি দোকানদার জুবাইর ও খলিলুর রহমান বলেন, আমরা সরকারি জায়গায় দোকান করলেও প্রতি বছর তাকে ৫০ হাজার টাকা করে দিতে হয়। তা না হলে দোকানে তালা লাগিয়ে দেয়।
একই অভিযোগ ব্রয়লার মুরগি ব্যবসায়ী জুয়েল মিয়া ও মরিচ ভাঙানো দোকানদার শাহীনের। কাপড় ও জুতা ব্যবসায়ী মোফাজ্জল বলেন, আমার ঘর বেদখল দিয়ে ৫০ হাজার টাকা চাঁদা নিয়েছে তোলা। এছাড়া মুদি ব্যবসায়ী এমদাদুল, আলম ও মরিচ ভাঙানো দোকানদার শাহীনসহ শতাধিক দোকানদারের এ ধরনের অভিযোগ রয়েছে।
এ ব্যাপারে জানতে চাইলে ইজারাদার শহিদুল ইসলাম তোলা চাঁদাবাজির বিষয়টি অস্বীকার করে বলেন, কোন লোক বলতে পারবে না যে, আমি চাঁদাবাজি করি। বাজারের অবৈধ দখলদারদের উচ্ছেদ করে গরু ছাগলের হাট বসাতে চেয়েছি বলে ওরা আমার বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিচ্ছে। এ ব্যাপারে জানতে চাইলে উপজেলা নির্বাহী অফিসার শীতেষ চন্দ্র সরকার বলেন, এ বিষয়ে একটি অভিযোগপত্র পাওয়া গেছে। দেখি, কি করা যায়।
বিডি প্রতিদিন/এএ