বাংলাদেশে এই প্রথম লবণাক্ততা ও জলমগ্নতা সহিষ্ণু ধানের পূর্ণাঙ্গ জিনোম সিকোয়েন্স উন্মোচন করা হয়েছে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক।
বৃহস্পতিবার দুপুরে বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বিনা) কনফারেন্স কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
কৃষিমন্ত্রী বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশের উপকূলীয় এলাকায় হঠাৎ বন্যা ও লবণাক্ততা প্রতিনিয়ত বৃদ্ধি পাওয়ায় ধান চাষ ব্যাহত হচ্ছে। এ সমস্যার স্থায়ী সমাধানের কার্যকর উপায় হচ্ছে লবণাক্ততা ও জলমগ্নতা সহিষ্ণু ধানের উন্নত জাত উদ্ভাবন। বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট ও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের একদল বিজ্ঞানীর সম্মিলিত প্রচেষ্টায় লবণ ও জলমগ্নতা সহিষ্ণু ধানের জিনোম সিকোয়েন্স উন্মোচন করার মাধ্যমে দেশে ধান গবেষণায় এক নতুন দিগন্তের সূচনা হল।
মন্ত্রী আরও বলেন, আমাদের সবসময়ই লক্ষ্য হল পুষ্টিসমৃদ্ধ খাদ্য উৎপাদন করা এবং এর উৎপাদন বৃদ্ধি করা। এর মাধ্যমে এদেশের মানুষের প্রয়োজন মেটানোর পাশাপাশি আন্তর্জাতিক বাজারেও বিক্রি করব। এই লক্ষ্য অর্জন করতে হলে আমাদেরকে আরও ভালো জাত উদ্ভাবন করতে হবে। যেগুলো প্রতিকূল পরিবেশে সেগুলো জন্মানো সম্ভব। এটাই হল মূল চ্যালেঞ্জ।
গবেষকরা জানান, দেশ-বিদেশের বিজ্ঞানীরা ভবিষ্যতে এ পূর্ণাঙ্গ সিকোয়েন্সকে রেফারেন্স জিনোম হিসেবে ব্যবহার করতে পারবে এবং শনাক্তকৃত জিনগুলো উচ্চ ফলনশীল জাতে স্থানান্তর করতে পারবে।
এসময় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. লুৎফুল হাসান, বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা) মহাপরিচালক ড. মির্জা মোফাজ্জল ইসলামসহ বিনার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন