শিরোপা ধরে রাখার চ্যালেঞ্জ নিয়ে আবারও গায়ানা গ্লোবাল সুপার লিগে (জিএসএল) অংশ নিচ্ছে রংপুর রাইডার্স।
মঙ্গলবার (৬ মে) জিএসএল আয়োজকরা এ বিষয়টি নিশ্চিত করেছে।
২০২৫ সালের এই টুর্নামেন্টটি ১০ জুলাই থেকে ১৮ জুলাই পর্যন্ত গায়ানার জর্জটাউনের প্রভিডেন্স স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ প্রিমিয়ার লিগের অন্যতম সফল ফ্র্যাঞ্চাইজি রংপুর রাইডার্স ২০২৪ সালে জিএসএলের প্রথম আসরে চ্যাম্পিয়ন হয়। টুর্নামেন্টের ফাইনালে ক্রিকেট ভিক্টোরিয়াকে হারিয়ে শিরোপা জিতে নেয় দলটি।
গত আসরে রংপুর রাইডার্সের নেতৃত্বে ছিলেন নুরুল হাসান সোহান। আশা করা হচ্ছে, এবারও তার হাতেই থাকবে অধিনায়কের দায়িত্ব।
২০১৭ সালে বিপিএল জয়ের পর থেকে রংপুর রাইডার্স ধারাবাহিকভাবে শক্তিশালী পারফরম্যান্স দেখিয়ে আসছে। এখন তাদের লক্ষ্য আন্তর্জাতিক অঙ্গনে এই সাফল্যের ধারা বজায় রাখা।
জিএসএল চেয়ারম্যান স্যার ক্লাইভ লয়েড বলেন, ‘২০২৪ সালের চ্যাম্পিয়নদের আবারও স্বাগত জানাতে পেরে আমরা আনন্দিত। রংপুর রাইডার্স গত বছর টুর্নামেন্টে দারুণ উত্তেজনা, দক্ষতা ও পেশাদারিত্ব নিয়ে এসেছিল এবং তারা সত্যিকার অর্থেই যোগ্য বিজয়ী ছিল।’
বিডি-প্রতিদিন/বাজিত