বন্দরে ঘোষণা বহির্ভূত এবং ঘোষণার অতিরিক্ত পণ্য আমদানি বন্ধে জিরো টলারেন্স গ্রহণ নীতিমালা বাস্তবায়নে শুদ্ধাচার সংক্রান্ত এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বন্দরের অডিটোরিয়ামে দিনব্যাপী অনুষ্ঠিতব্য কমর্শালায় ভার্চুয়ালি উদ্বোধন করেন বন্দরের চেয়ারম্যান অতিরিক্ত সচিব মো. আলমগীর।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেনাপোল কাস্টমস কমিশনার মো. আজিজুর রহমান। তিনি বন্দরের কর্মকর্তা-কর্মচারীদের পেশাগত জীবনে শুদ্ধাচার মেনে চলার আহ্বান জানান।
বন্দরের অতিরিক্ত পরিচালক আব্দুল জলিলের সভাপতিত্বে কর্মশালায় বক্তব্য রাখেন বন্দর সচিব আমিনুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর আলিফ রেজা, সহকারী পুলিশ সুপার জুয়েল ইমরান ও বন্দরের উপ-পরিচালক মামুন তরফদার।
বিডি প্রতিদিন/এমআই