বাংলাদেশ স্কাউটস জনসংযোগ ও বিপণন বিভাগের ২ দিনব্যাপী বর্ষপরিকল্পপনা ২০২২ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাকে জাতীয় স্কাউট প্রশিক্ষণ কেন্দ্রে ২ দিনব্যাপী অনুষ্ঠিত কর্মশালা উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মশালা উদ্বোধন করেন বাংলাদেশ স্কাউটসের প্রধান জাতীয় কমিশনার ও দুদকের কমিশনার ড. মোজাম্মেল হক খাঁন।
বাংলাদেশ স্কাউটসের জাতীয় কমিশনার (জনসংযোগ ও বিপণন) ও কর কমিশনার এম এম ফজলুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে জাতীয় কমিশনার(স্পেশাল ইভেন্ট)ও অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব মোঃ ফসিউল্লাহ, জাতীয় উপ কমিশনার(জনসংযোগ ও বিপণন)ও দেশ টেলিভিশনের হেড অব নিউজ সুকান্ত গুপ্ত অলক, জাতীয় উপ কমিশনার (জনসংযোগ ওবিপণন) মীর মোহাম্মদ ফারুক বক্তব্য রাখেন।
২ দিনব্যাপী আয়োজিত কর্মশালায় বাংলাদেশ স্কাউটসের জনসংযোগ ও বিপণন বিভাগের শতাধিক সদস্য আ্যাডাল্ট লিডার ও ইয়ং লিডার যোগদান করেন।
বিডি প্রতিদিন/এএ