নাটোরে বিশ্ব মানবতার কল্যাণে দেশ ও জাতির কল্যাণ কামনায় ভগবান শ্রীকৃষ্ণের পদাবলী কীৰত্তন ও কথামৃত পাঠ’র উদ্বোধন করা হয়েছে। অর্ধবঙ্গেশ্বরী রাণীভবাণী প্রতিষ্ঠিত শ্রীশ্রী শ্যামসুন্দর মন্দির প্রাঙ্গণে শুক্রবার সকাল ১০টার দিকে মঙ্গল প্রদীপ জ্বেলে এর উদ্বোধন করেন নাটোরের পুলিশ সুপার লিটন কুমার সাহা।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌরসভার মেয়র উমা চৌধুরী জলি। উদ্বোধনের পর থকেই মন্দির প্রাঙ্গণে শুক্রবার ও শনিবার পদাবলী কীর্তন ও কথামৃত পাঠের আয়োজন করা হয়েছে।
এসময় আরও উপস্থিত ছিলেন মন্দির পরিচালনা কমিটির সভাপতি সুকুমার শীল, সাধারণ সম্পাদক দেবাশীষ কুমার অধিকারী, সহ-সভাপতি পরিমল কুমার ঘোষ, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সদর উপজেলা শাখার সভাপতি অ্যাডভোকেট প্রদীপ কুমার চৌধুরী প্রমুখ।
বিডি প্রতিদিন/এমআই