বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) কুমিল্লা-চাঁদপুর-ব্রাহ্মণবাড়িয়া জেলা সেচ এলাকা উন্নয়ন প্রকল্পের আওতায় চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় স্বাধীনতার ৫০ বছর পর ৫ হাজার কৃষকের পানি নিস্কাশন সমস্যা নিরসনে সাড়ে ৩ কিলোমিটার খাল পুনঃখনন কাজ শুরু হয়েছে।
শুক্রবার দুপুরে উপজেলার নারায়নপুর ইউনিয়নের বাড়ৈগাঁও মাঠে খাল পুনঃখনন কাজের উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিএইচএম কবির আহমেদ।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে কৃষির বিপ্লব হয়েছে। তারই ধারাবাহিকতায় চাঁদপুর জেলায় কৃষি উৎপাদন বৃদ্ধি ও পানি নিস্কাশনের লক্ষে খাল খনন কাজ শুরু হয়েছে। এসব কাজ করার সময় অনেকেই সরকারি খাশ জমি দখল করে কাজে বাঁধা প্রদান করেন। আশা করি হাজারো কৃষকের স্বার্থে আপনারা বিএডিসি’র কাজে সর্বাত্মক সহযোগিতা করবেন। এতে করে এক ফসলি জমিগুলোতে একাধিক ফসল উৎপাদন করা সম্ভব হবে।
বিএডিসি চাঁদপুর জোনের সহকারী প্রকৌশলী আফিফ কামরুল আশরাফির সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা রিজিয়নের নির্বাহী প্রকৌশলী নুর মোহাম্মদ। তিনি বলেন, এই জেলায় ৮০ কিলোমিটার খাল পুন:খনন করব। বাড়ৈগাঁও মুন্সিবাড়ী থেকে নারায়নপুর বোয়ালজুড়ি খাল পর্যন্ত খনন কাজে সরকারের ব্যয় হবে ৩৫ লাখ টাকা। আড়াই হাজার হেক্টর কৃষি জমিতে ৫ হাজার কৃষক এই সুবিধার আওতায় আসবে।
এসময় উপস্থিত ছিলেন বিএডিসি’র উপ-সহকারী প্রকৌশলী মো: মেহেদী হাসান ভুঁইয়া, মতলব দক্ষিণ উপজেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো: আজিজুল বারি, তাফাজ্জল হোসেন, মো: কামরুজ্জামান, ইউপি সদস্য মো: জাকির হোসেন মজুমদারসহ স্থানীয় কৃষকবৃন্দ।
বিডি প্রতিদিন/হিমেল