নিখোঁজের একদিন পর দিনাজপুরের বীরগঞ্জের একটি ফাঁকা জমি থেকে গোপাল চন্দ্র রায় (৫৫) নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার দুপুরে বীরগঞ্জ উপজেলার সুজালপুর ইউনিয়নের তলতলা কান্দর নামকস্থান থেকে মরদেহটি উদ্ধার করা হয়। মৃত গোপাল চন্দ্র রায় সুজালপুর ইউনিয়নের চাকাই গ্রামের মৃত মহিন চন্দ্র রায়ের ছেলে।
পারিবারিক ও অর্থনৈতিক সমস্যার কারণে গোপাল চন্দ্র রায় আত্মহত্যা করতে পারেন বলে মৃতের ভাই নলিত চন্দ্র রায় দাবি করেন। তিনি জানান, গত বৃহস্পতিবার সন্ধ্যা থেকে নিখোঁজ হয় গোপাল চন্দ্র রায়। সম্ভাব্য সকল স্থানে খোঁজ করেও পাওয়া যাইনি তাকে।
পরে শুক্রবার সকালে বাড়ির কিছু দূরে তলতলা কান্দর নামক একটি ফাঁকা জমিতে তার মরদেহ পড়ে থাকতে দেখে লোকজন সংবাদ দেয়। সংবাদের ভিত্তিতে সেখানে গিয়ে মরদেহের পাশে একটি বিষের বোতল দেখা যায়। বিষয়টি তাৎক্ষণিকভাবে বীরগঞ্জ থানায় অবহিত করেন বলে জানান তিনি।
বীরগঞ্জ থানার এসআই আনোয়ারুল ইসলাম জানান, নিহতের শরীরে কোনো প্রকার আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। প্রাথমিক তদন্তে এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে অভিযোগ না থাকায় সুরতহাল শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
বিডি প্রতিদিন/এমআই