বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগ বা কোনও ব্যক্তি এই দেশের প্রভু নয়, মালিক নয়-এই দেশের মালিক হচ্ছে জনগণ। জনগণ আজকে পরিবর্তন চায়। জনগণ বেগম খালেদা জিয়ার মুক্তি চায়। জনগণ আজকে তার সু-চিকিৎসা চায়।
শুক্রবার বিকালে গাজীপুর শহরের শহীদ বরকত স্টেডিয়ামে আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন।
বিএনপি মহাসচিব বলেন, “খালেদা জিয়া দেশের গণতন্ত্রের জন্য দীর্ঘ নয় বছর সংগ্রাম করেছেন-পথে ঘাটে প্রান্তরে। এখনও তিনি সংগ্রাম করছেন। এখনও তিনি এই সরকারের রোষানল থেকে দেশকে বাঁচানোর জন্য আজকে বন্দি হয়ে তিনি আছেন জীবন মৃত্যুর সন্দিক্ষণে। আপনারা সবাই তার জন্য দোয়া করুন, তিনি যেন সুস্থ হয়ে আমাদের মধ্যে ফিরে আসতে পারেন।”
তিনি আরও বলেন, “আমরা সবাই এদেশের মানুষ। আমরা ঐক্যবদ্ধ হয়ে তার সুচিকিৎসার ব্যবস্থা করতে পারি, তার মুক্তির ব্যবস্থা করি- এই হোক আমাদের শপথ।”
মির্জা ফখরুল বলেন, “আসুন আমরা সবাই ঐক্যবদ্ধ হয়। একটা উত্তাল গণআন্দোলনের মধ্য দিয়ে আমরা এ সরকারকে পরাজিত করে জনগণের সরকার প্রতিষ্ঠা করি।”
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার দাবিতে শুক্রবার বিকালে গাজীপুর শহরের শহীদ বরকত স্টেডিয়ামে গাজীপুর জেলা ও মহানগর বিএনপি আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
গাজীপুর জেলা বিএনপির আহ্বায়ক ও বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এ কে এম ফজলুল হক মিলনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে আরও বক্তব্য রাখেন বিএনপি নেতা অ্যাডভোকেট ফজলুর রহমান, সাবেক এমপি হাসান উদ্দিন সরকার, বিএনপির কেন্দ্রীয় কমিটির সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক কামরুজ্জামান রতন, যুবদলের সভাপতি সাইফুল ইসলাম নীরব, কৃষক দলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল, ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেন খোকার ছেলে ইশরাক হোসেন, বিএনপির নির্বাহী কমিটির সদস্য ডা. মাজহারুল আলম, গাজীপুর জেলা বিএনপির সদস্যসচিব কাজী ছাইয়েদুল আলম বাবুল, গাজীপুর মহানগর বিএনপির আহ্বায়ক সালাউদ্দিন সরকার, শাহ রিয়াজুল হান্নান, কালিয়াকৈর পৌরসভার মেয়র মুজিবুর রহমান, বিএনপি নেতা হুমায়ুন কবির, গাজীপুর মহানগর বিএনপির সদস্যসচিব সোহরাব উদ্দিন, শ্রীপুর উপজেলা বিএনপির সভাপতি শাহজাহান ফকির, অ্যাডভোকেট সিদ্দিকুর রহমান, গাজীপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সবুজ, গাজীপুর সিটি করপোরেশনের কাউন্সিলর হান্নান মিয়া হান্নু ও জয়নাল আবেদীন প্রমুখ।
ফখরুল বলেন, দীর্ঘ ১৫ বছর পর গাজীপুরে সমাবেশ করা গেছে। আপনারা যদি সত্যিই স্বাধীন থাকতে চান, আপনারা যদি গণতান্ত্রিক অধিকার ফিরে পেতে চান, তবে আপনাদেরকে অবশ্যই শৃঙ্খলার সঙ্গে চলতে হবে।
এর আগে সকাল থেকেই গাজীপুরের কাপাসিয়া, কালিয়াকৈর, শ্রীপুর, কালীগঞ্জ, টঙ্গী থেকে ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড হাতে মিছিল নিয়ে গাজীপুর বিএনপির বিভিন্ন ইউনিটের নেতারা জড়ো হন সমাবেশে।
বিডি প্রতিদিন/কালাম