রাঙামাটিতে অনুষ্ঠিত হয়েছে হাফ ম্যারাথন প্রতিযোগিতা। শুক্রবার সকাল সাড়ে ৬টায় কাপ্তাই উপজেলায় চেইজ ট্র্যাক উদ্যোগে "সেইভ ওয়াইল্ড লাইফ, সেইভ নেচার' স্লোগান সামনে রেখে শিলছড়ি ৮ আনসার ব্যাটালিয়ন সদর দপ্তরের সামনে থেকে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
এতে বিভিন্ন জেলা থেকে আগত নারী-পুরুষসহ প্রায় ৭০ জন প্রতিযোগী অংশগ্রহণ করেন। এ দলটি কাপ্তাই সড়ক ধরে বালুচর প্রশান্তি পার্ক, চিৎমরম ঘাট, লগ গেইট, বিএসপিআই, কাপ্তাই শিল্প এলাকা হয়ে নেভী রোড ধরে কাপ্তাই নেভী স্কুল এন্ড কলেজ প্রান্ত ছুঁয়ে ফিনিসিং প্রান্ত কাপ্তাই শিলছড়ি ৮ আনসার ব্যাটালিয়ন সদর দপ্তরে এসে শেষ হয়। এ প্রতিযোগতিায় ২১ দশমিক ১ কি. মি. দৌঁড়ে চ্যাম্পিয়ান হন ব্রাক্ষণবাড়িয়া সরকারি কলেজ এর বাংলা বিভাগের প্রভাষক ৩৩তম বিসিএস (শিক্ষা) ক্যাডারের সদস্য মোহাম্মদ রাজন মিয়া। তিনি সময় নেন ১ ঘণ্টা ২৮ মিনিট ১০ সেকেন্ড।
এত অংশগ্রহণ করেন ঢাকার মিরপুরের প্রকৌশলী মো. আবুল কালাম আজাদ, কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নাসির উদ্দীন, চেইজ ট্র্যাকের পরিচালক মো. নাজিম শাহেদ প্রমুখ।
চেইজ ট্র্যাকের পরিচালক মো. নাজিম শাহেদ জানান, রাঙামাটির কাপ্তাই উপজেলায় প্রকৃতি নিজেকে উজাড় করে দিয়েছে। এমন একটা জায়গায় ম্যারাথন করতে পারা সত্যি ভাগ্যের ব্যাপার। সব প্রতিযোগি খুবই প্রাণবন্ত ছিল। পরিবেশে দেখে উৎসাহ কমছিল না। সবাই উচ্ছ্বাসের সাথে প্রতিযোগতায় অংশগ্রহণ করেছে। পাহাড়ি অঞ্চলে আঁকা-বাঁকা পথে হাটতে কার না ভালোলাগে। সবার উৎসাহ দেখে এ হাফ ম্যারাথন প্রতিযোগতার আয়োজন করা। আগামীতে আরও ব্যাপকভাবে প্রতিযোগতার আযোজন করার প্ররিকল্পনা রয়েছে।
বিডি প্রতিদিন/হিমেল