কিশোরগঞ্জে মুক্তিযুদ্ধে শহীদ ও প্রয়াত ২৩ জন চিকিৎসককে মরনোত্তর সম্মাননা দিয়েছে কিশোরগঞ্জ জেলা মেডিকেল এসোসিয়েশন (বিএমএ)। শুক্রবার কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল মিলনায়তনে সম্মাননা প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ডা. সৈয়দা জাকিয়া নূর লিপি। জেলা বিএমএর সভাপতি ডা. মাহবুব ইকবালের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতালের পরিচালক ডা. হাবিবুর রহমান, শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. মো. নজরুল ইসলাম, সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান, প্রেসিডেন্ট আবদুল হামিদ মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. আ.ন.ম নৌশাদ খান, প্রবীণ চিকিৎসক ডা. মাজহারুল ইসলাম ও ডা. মো. মহিউদ্দিন।
সম্মাননা স্মারক হিসেবে শহীদ ও প্রয়াত চিকিৎসকদের পরিবারের সদস্যদের হাতে ক্রেস্ট তুলে দেওয়া হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা বিএমএ’র সাধারণ সম্পাদক ডা. আব্দুল ওয়াহাব বাদল।
বিডি প্রতিদিন/এএ