কক্সবাজারের টেকনাফের উপকূলীয় বাহারছড়া বিভিন্ন মৎস্য ঘাটে অভিযান চালিয়ে ১০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করেছে মৎস্য বিভাগ। জব্দকৃত কারেন্ট জালগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়।
শুক্রবার বিকালে উপজেলা মৎস্য বিভাগের নেতৃত্বে কোস্টগার্ডের সহযোগিতায় উপজেলার বাহারছড়া উপকূলের মৎস ঘাটে এ অভিযান পরিচালনা করা হয়।
এ অভিযানে নেতৃত্বদেন মৎস্য বিভাগের টেকনাফ উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন, বাহারছড়া বিসিজি কন্টিনজেন্ট কমান্ডার মোঃ ইসমাইল। এ তথ্য নিশ্চিত করেছেন টেকনাফ উপজেলার সিনিয়র মৎস কর্মকর্তা মোঃ দেলোয়ার হোসেন।
তিনি বলেন, কোস্টগার্ডের সহযোগিতায় বাহারছড়া বিভিন্ন মাছ ঘাটে কম্বিং অপারেশন পরিচালনা করে ১০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করে ধবংস করা হয়েছে। জব্দকৃত কারেন্ট জালের আনুমানিক মূল্য ৩ লাখ টাকা।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলার সহকারী মৎস্য কর্মকর্তা শহিদুল ইসলামসহ মৎস্য অধিদপ্তরের ও কোস্টগার্ডের সদস্যরা।
বিডি প্রতিদিন/এএ