আশুলিয়ার বিপুল পরিমাণ হিরোইনসহ লতিফা বেগম (২৫) নামে এক নারীকে গ্রেফতার করেছে র্যাব-৪ এর একটি দল। শুক্রবার বিকালে র্যাবের পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার বিকালে আশুলিয়ার শিমুলিয়ার এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় ৫০ গ্রাম হিরোইনসহ লতিফা বেগম নামে ওই নারী মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। জব্দকৃত হিরোইনের বাজার মূল্য প্রায় ৫ লাখ টাকা।
র্যাব আরও জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত ওই নারী জানিয়েছে সে দীর্ঘদিন যাবত বিভিন্ন এলাকা থেকে হিরোইন সংগ্রহ করে সাভার, আশুলিয়াসহ আশেপাশের বিভিন্ন স্থানে খুচরা বিক্রি করে আসছিল। তার বিরুদ্ধে মামলা দায়ের পর সাভার মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব-৪ ও সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার রাকিব মাহমুদ খান বলেন, গ্রেফতারকৃত এই নারী মাইক্রোবাসে যাত্রী পরিবহনের আড়ালে বিশেষ কৌশলে অবৈধ মাদকদ্রব্য হিরোইন সংগ্রহ করে আশুলিয়াসহ বিভিন্ন এলাকার ডিলার ও খুচরা মাদক বিক্রেতাদের কাছে সরবরাহ করে আসছিল। এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
বিডি প্রতিদিন/আবু জাফর