জয়পুরহাটে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ট্রাকের ধাক্কায় হাজেরা খানম নামে এক মাদ্রাসা শিক্ষিকার মৃত্যু হয়েছে। বুধবার বিকেলে পৌর শহরের বিহারী পাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর জাহান বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত হাজেরা খানম গতনশহর দ্বিমুখী দাখিল মাদ্রাসার শিক্ষিকা ছিলেন। তার বাড়ি পাঁচবিবি টিএন্টি পাড়া মহল্লায়। তিনি জয়পুরহাট সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক বজলুর রশীদের স্ত্রী।
ওসি আলমগীর জাহান জানান, মাদ্রাসা শিক্ষিকা হাজেরা খানম ও তার স্বামী মোটরসাইকেলযোগে জয়পুরহাট শহরের দিকে আসছিলেন। মোটরসাইকেলের গতি একটু বেশি থাকায় পথে জয়পুরহাট-জামালগঞ্জ সড়কের বিহারী পাড়া এলাকায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে যান শিক্ষিকা হাজেরা খানম। এসময় একটি ট্রাকের ধাক্কায় গুরুতর আহত হন তিনি। স্থানীয়রা তাকে উদ্ধার করে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ওসি আরও জানান, এ ঘটনায় নিহতের পরিবার পুলিশকে অবগত করেনি, অভিযোগও দেয়নি। মারা যাওয়ার সাথে সাথেই তারা লাশ নিয়ে বাসায় চলে গেছে।
বিডি প্রতিদিন/এমআই