ঝিনাইদহের শৈলকুপায় ৬নং সারুটিয়া ইউনয়নে নির্বাচনী সহিংসতায় অখিল(৫৫) সরকার নামে আহত আরো ১ ব্যক্তির মৃত্যু হয়েছে। আজ বুধবার দুপুর ১২টার দিকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাজনক অবস্থায় তার মৃত্যু হয় বলে পুলিশ নিশ্চিত করে। এ নিয়ে ইউনিয়নটিতে নির্বাচনী সহিংসতায় ৩ ব্যক্তি প্রাণ হারালো। নিহত অখিল সরকার কিত্তিনগর গ্রামের নিরাপদ সরকারের ছেলে।
শৈলকুপা থানার সেকেন্ড অফিসার উপ-পরিদর্শক আমিরুজ্জামান জানান, গত ৩১ ডিসেম্বর সন্ধায় সারুটিয়ায় আওয়ামী লীগ মনোনীত নৌকা মার্কার চেয়ারম্যান প্রার্থী মাহমুদুল হাসান মামুন ও আওয়ামী লীগের বিদ্রোহী আনারস মার্কা প্রার্থীর সমর্থকদের কাতলাগাড়ী বাজারে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে হারান বিশ্বাস নিহত হন এবং আহতাবস্থায় অখিল সরকারকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বুধবার দুপুর ১২টার দিকে অখিল চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এছাড়া ১ জানুয়ারী একই ইউনিয়নের ভাটবাড়িয়া গ্রামে হত্যাকান্ডের শিকার হন জসিম নামের এক যুবক।
নিহত ব্যক্তিরা সবাই নৌকা প্রতীকের সমর্থক বলে জানান চেয়ারম্যান প্রার্থী মাহমুদুল হাসান।
বিডি প্রতিদিন/এএ