নোয়াখালীর সোনাইমুড়ীতে পঞ্চম ধাপে অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে নৌকা মার্কায় সিল মারার অভিযোগে এইচ এম কামরুজ্জামান নামে এক প্রিসাইডিং অফিসারকে নাটেশ্বর ইউনিয়ন থেকে আটক করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। এছাড়া একই উপজেলার চাষীরহাট ইউনিয়নের ১ নং ওয়ার্ডে রথী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের পাশ থেকে মোটরসাইকেল আরোহী রবিন নামে এক বহিরাগত সন্ত্রাসীকে অস্ত্রসহ আটক করেছে পুলিশ। তার বাড়ী সোনাইমুড়ী পৌরসভায়। এর আগে মঙ্গলবার রাতে চাটখিলের খিলপাড়া থেকে অস্ত্রসহ আরও ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এছাড়াও সোনাইমুড়ীর আমিরশা পাড়া বাছারগাও ভোট কেন্দ্রের পাশ থেকে একটি দেশীয় তৈরি পরিত্যক্ত এলজি উদ্ধার করেছে পুলিশ।
আটককৃত প্রিসাইডিং অফিসার এইচ এম কামরুজ্জামান উপজেলার আব্দুল্লাহর হাট ইসলামিয়া ফাজিল মাদ্রাসার প্রভাষক। বুধবার বিকেল ৩টার দিকে উপজেলার ৬নং নাটেশ্বর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের কেন্দ্রে এ ঘটনা ঘটে।
নোয়াখালী পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল ইসলাম বিষয়টি নিশ্চিত জানান, বুধবার দুপুর পৌনে ৩টার দিকে উপজেলার সোনাইমুড়ীর ৬নং নাটেশ্বর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের প্রিজাইডিং অফিসার এইচ এম কামরুজ্জামানকে নৌকা প্রতীকে সিল মারার সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট একেএম ফয়সাল তাকে হাতেনাতে আটক করেন।
বিডি প্রতিদিন/এএ