খাগড়াছড়ি সদর উপজেলার ৫টি ইউনিয়ন পরিষদের নির্বাচনে দুটিতে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী জয় পেয়েছেন। আর বাকি তিনটির মধ্যে দুটিতে জয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থী। বুধবার ভোটগ্রহণ শেষে বেসরকারিভাবে তাদের নির্বাচিত ঘোষণা করা হয়।
তবে গোলাবাড়ী ইউনিয়নে বগাপাড়া এলাকায় ১টি কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত করা হয়েছে। এই ইউনিয়নে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী কাউচিং মারমা ১ হাজার ৭১৮ ভোট পেয়ে এগিয়ে আছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী উল্লাস ত্রিপুরা (নৌকা প্রতীক) ১৪৬৭ ভোট পেয়েছেন। বগাপাড়ায় স্থগিতকৃত কেন্দ্রে ভোটার সংখ্যা ৮০৭।
পেরাছড়া ইউনিয়নে তপন বিকাশ ত্রিপুরা (নৌকা প্রতীক) ৩ হাজার ৮০ ভোট পেয়ে দ্বিতীয়বারের মতো চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী (আনারস) মিল্টন চাকমা পেয়েছেন ২ হাজার ৭০৬ ভোট।
খাগড়াছড়ি সদর ইউনিয়নে জ্ঞান দত্ত ত্রিপুরা (নৌকা প্রতীক) ২ হাজার ৪৪২ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী প্রীতি বিন্দু দেওয়ান (আনারাস প্রতীক) পেয়েছেন ২ হাজার ১ ভোট।
কমলছড়ি ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী সুনীল চাকমা (আনারস প্রতীক) ৪ হাজার ৬৭৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাউপ্রু মারমা পেয়েছেন (নৌকা প্রতীক) ২ হাজার ২৭৫ ভোট। একইভাবে ভাইবোনছড়া ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী সুজন চাকমা (আনারস প্রতীক) ৫ হাজার ১৩৯ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী পরিমল ত্রিপুরা (নৗকা প্রতীক) পেয়েছেন ৪ হাজার ৭৫২ ভোট।
বিডি প্রতিদিন/এমআই