মাগুরায় প্রেমিকের আত্মহত্যার খবর শুনে আত্মহত্যা করেছে প্রেমিকা। মঙ্গলবার সন্ধ্যায় ও বুধবার সকালে মাগুরা পৌর এলাকার বরুনাতৈল ও সদরের বারাশিয়া গ্রামে এ ঘটনা ঘটেছে।
নিহতদের একজন হচ্ছে- বরুণাতৈল গ্রামের মহম্মদ আলীর ছেলে মাগুরা টেকনিক্যার স্কুলের দশম শ্রেণির ছাত্র সুমন (১৭)। বারাশিয়া গ্রামের হিরোক বিশ্বাসের মেয়ে ও মাগুরা দুধমল্লিক বালিকা বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী এ্যানি খাতুন (১৬)।
মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার কামরুল হাসান জানান, দুই জনই অপ্রাপ্তবয়স্ক। তাদের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ করেনি। এ ধরনের ঘটনা প্রতিরোধে পারিবারিক ও সামাজিক সচেতনতা প্রয়োজন।
বিডি প্রতিদিন/এএম