দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার ১২টি ইউপিতে নির্বাচনের ফলাফলে আওয়ামী লীগ ৮টিতে হেরেছে। অর্থাৎ নৌকা ৪টিতে জিতেছে। আর আওয়ামী লীগ বিদ্রোহী-১টি ও স্বতন্ত্র প্রার্থী ৭টিতে জয়ী হয়েছেন। এর মধ্যে ৪টি বিএনপি নেতা ও ৩টি অন্যান্য দলের বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
চিরিরবন্দরের ১২টি ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বেসরকারিভাবে বিজয়ীরা হলেন নশরতপুর ইউনিয়নে আওয়ামী বিদ্রোহী মো. আব্দুল ওহাব (অটো রিকশা), সাতনালা ইউনিয়নে স্বতন্ত্র (বিএনপি) মো. এনামুল হক শাহ (আনারস), ফতেজংপুর ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান নূর মোহাম্মদ লুনার (নৌকা), ঈসবপুর ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান মো. আবু হায়দার লিটন (নৌকা), আব্দুলপুর ইউনিয়নে স্বতন্ত্র (বিএনপি) বর্তমান চেয়ারম্যান মো. ময়েনউদ্দিন শাহ্ (আনারস), অমরপুর ইউনিয়নে স্বতন্ত্র মো. ইকবাল হোসেন কাজী (মোটরসাইকেল), আউলিয়াপুকুর ইউনিয়নে স্বতন্ত্র মো. আব্দুর রহিম (মোটরসাইকেল), সাঁইতাড়া ইউনিয়নে সন্তোষ কুমার রায় (নৌকা), ভিয়াইল ইউনিয়নে স্বতন্ত্র (বিএনপি) মো. আব্দুর রাজ্জাক শাহ্ (চশমা), পুনট্টি ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান মো. নূর-এ কামাল (নৌকা), তেঁতুলিয়া ইউনিয়নে স্বতন্ত্র (বিএনপি) মো. আজগার আলী (আনারস), আলোকডিহি ইউনিয়নে স্বতন্ত্র মো. তাজউদ্দিন হোসেন শাহ্ (আনারস) বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ