পঞ্চম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে জামালপুরের বকশীগঞ্জ ও দেওয়ানগঞ্জ উপজেলার ৯টি ইউনিয়নের ভোট সম্পন্ন হয়েছে। বেসরকারিভাবে প্রাপ্ত ফলাফলে ৪টিকে নৌকা ও ২টিতে স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হয়েছেন। এ ছাড়া সংঘর্ষের কারণে ভোগকেন্দ্র বন্ধ ঘোষণা করায় ৩টিতে ফলাফল ঘোষণা স্থগিত করা হয়েছে।
জামালপুর নির্বাচন অফিসের বেসরকারি ফলাফলে বকশীগঞ্জ উপজেলার সাধুরপাড়া ইউনিয়নে নৌকা প্রতীক নিয়ে আওয়ামী লীগ দলীয় প্রার্থী মাহমুদুল আলম বাবু নির্বাচিত হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী ঘোড়া প্রতীকের আ. সালাম। নিলক্ষিয়া ইউনিয়নে নৌকা প্রতীক নিয়ে আওয়ামী লীগ দলীয় প্রার্থী নজরুল ইসলাম ছাত্তার নির্বাচিত হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মোটরসাইকেল প্রতীকের মেহজাবিন বিনতে অরিন। ধানুয়া কামালপুর ইউনিয়নে নৌকা প্রতীক নিয়ে আওয়ামী লীগ দলীয় প্রার্থী মশিউর রহমান লাখপতি নির্বাচিত হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী আনারস প্রতীকের বীর মুক্তিযোদ্ধা মজিবর রহমান। বগারচর ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী আনারস প্রতীকের মোসাদ্দেকুর রহমান প্রামাণিক মাসুম নির্বাচিত হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী দুই পাতা প্রতীকের হুমায়ুন কবির। এ ছাড়া মেরুরচর ইউনিয়নের হাছেন উচ্চ বিদ্যালয় কেন্দ্রে সংঘর্ষের ঘটনায় ওই কেন্দ্রটি বন্ধ ঘোষণায় ফলাফল স্থগিত করা হয়েছে।
এদিকে, দেওয়ানগঞ্জ উপজেলার চর আমখাওয়া ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী মো. জিয়াউল হক মোটরসাইকেল প্রতীক নিয়ে নির্বাচিত হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী মো. নজরুল ইসলাম। চুকাইবাড়ি ইউনিয়নে কোন প্রতিদ্বন্দি প্রার্থী না থাকায় বর্তমান চেয়ারম্যান সেলিম খান বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত হয়েছেন। এছাড়াও হাতীভাঙ্গা ইউনিয়নের আজিজুল হকপুর ও ডাংধরা ইউনিয়নের চেংটিমারি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্র দুটি অনিয়মের অভিযোগে বন্ধ ঘোষণা করায় ওই দুই ইউনিয়নের ফলাফল স্থগিত করা হয়েছে।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ