১৭ জানুয়ারি, ২০২২ ১৮:২৫

কুড়িগ্রামে সর্বনিম্ন তাপমাত্রা ১০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস

কুড়িগ্রাম প্রতিনিধি

কুড়িগ্রামে সর্বনিম্ন তাপমাত্রা ১০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস

কনকনে ঠান্ডায় জনজীবনে দুর্ভোগ নেমে এসেছে।

কুড়িগ্রামে গত কয়েকদিনের কনকনে ঠান্ডায় জনজীবনে দুর্ভোগ নেমে এসেছে। সোমবার সকালে জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

দিনের সূর্যের দেখা মিললেও তাপমাত্রা নিম্নগামী থাকায় উত্তাপ তেমন ছড়াতে পারে না। এমন অবস্থায় সময়মতো কাজে বের হতে না পেরে দিন মজুর ও নিম্ন আয়ের মানুষজন বিপাকে পড়েছেন।

কুড়িগ্রাম রাজারহাট আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র জানান, গত কয়েকদিনে জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়। তবে এটি আরও কমতে পারে। আকাশে মেঘ না থাকায় কনকনে ঠান্ডার মাত্রা একটু বেশি থাকে। তবে বেলা বাড়ার সাথে সূর্যের তাপমাত্রা হালকা বেড়ে গিয়ে কিছুটা উষ্ণতা বৃদ্ধি পায়।

বিডি প্রতিদিন/এমআই

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর