মেহেরপুরের গাংনীতে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৬তম জন্মবার্ষিকীর অনুষ্ঠান পালনে ছাত্রলীগের নেতা কর্মীরা বাধা প্রদান করার অভিযোগ উঠেছে। আজ বুধবার দুপুর আড়াইটার দিকে গাংনী উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। খবর পেয়ে গাংনী থানা পুলিশের একটি দল ঘটনা স্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
গাংনী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাবলু জানান, আমরা শান্তিপূর্ণ পরিবেশে জিয়াউর রহমানের ৮৬তম জন্মবার্ষিকী পালন করছিলাম। এসময় মেহেরপুর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মুন্তাসির জামান মৃদুলের নেতৃত্বে ছাত্রলীগের নেতাকর্মীরা অনুষ্ঠান স্থলে এসে উত্তেজনা সৃষ্টি করে অনুষ্ঠান বন্ধ করে দেয়।
মেহেরপুর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মুন্তাসির জামান মৃদুল জানান, বিএনপি ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীরা নাশকতার লক্ষে গাংনী উপজেলা বিএনপির কার্যালয়ে জড়ো হয়েছিল। বিষয়টি আমরা বুঝতে পেরে প্রতিবাদে মিছিল করেছি। এসময় বিএনপি ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীরা নিজেরাই ছত্রভঙ্গ হয়ে যায়।
গাংনী থানার ওসি আব্দুর রাজ্জাক জানান, বিএনপি ও ছাত্রলীগের মধ্যে উত্তেজনা পরিস্থিতি শুনে পুলিশি তৎপরতায় উত্তেজনা পরিস্থিতি শান্ত করা হয়েছে।
বিডি প্রতিদিন/এএ