জীবন বীমা কর্পোরেশনের উন্নয়নে ভোলায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেল ৩টায় ভোলা জেলা জীবন বীমা কর্পোরেশন কার্যালয়ের সভাকক্ষে বীমা কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে সংশ্লিষ্ট কর্মকর্তা, কর্মচারী ও এজেন্টদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এসময় প্রধান অতিথির বক্তব্য রাখেন ভোলার জীবন বীমা কর্পোরেশনের ম্যানেজিং ডাইরেক্টর ও অতিরিক্ত সচিব মো. জহুরুল হক।
তিনি বলেন, রাষ্ট্রীয় জীবন বীমা কর্পোরেশনে গ্রাহকদের কোনো টাকা মার যায় না। গ্রাহকদের কোনো ক্লেইম অপরিশোধিত থাকে না। সাধারণ জনগণের কাছে জীবন বীমা কর্পোরেশনের কার্যক্রম যথাযথভাবে পৌঁছায়নি। যদি সঠিক তথ্য পৌঁছানো যেত, তাহলে সকলেই বীমা কার্যক্রমের সাথে সম্পৃক্ত হতেন।
ভোলা জীবন বীমা কর্পোরেশনের এজিএম কাজী মোহাং মাহফুজ উল্লাহের সভাপতিত্বে মতবিনময় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বরিশাল আঞ্চলিক কার্যালয়ের এজিএম মো. মাসুদ মিয়া, ভোলা প্রেসক্লাবের সভাপতি এম. হাবিবুর রহমান ও সহ-সভাপতি জুন্নু রায়হান প্রমুখ। এসময় জেলার বিভিন্ন শাখার ইনচার্জ, ডিও ও এজেন্টরা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এমআই