ফরিদপুর চিনিকলে কর্মরত অবসরপ্রাপ্তদের কর্মচারীদের পাওনার ১ কোটি ২৫ লাখ টাকা প্রদান কার্যক্রম শুরু হয়েছে।
আজ বুধবার সকাল সাড়ে ১০টায় ব্যবস্থাপনা পরিচালকের অফিস কক্ষে কার্যক্রমের উদ্বোধন করেন চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ খবির উদ্দিন মোল্যা।
এ সময় শ্রমজীবী ইউনিয়নের সভাপতি আব্বাস আলী বিশ্বাস, সহ-সাধারণ সম্পাদক শাহিন মিয়া, অর্থ সম্পাদক মনিরুজ্জামান মিন্টু, অবসরপ্রাপ্ত কর্মচারী, কর্মকর্তা কল্যাণ সমিতির সভাপতি আলী আকবার শেখ, অর্থ সম্পাদক ফিরোজ মিয়া, সিদ্দিক আলী খান ও রেজাউল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ খবিরউদ্দিন মোল্যা বলেন, অবসরপ্রাপ্তদের যে টাকা পাওনা আছে সে ব্যাপারে সদরদপ্তর অবগত আছে। টাকা পরিশোধের ব্যাপারে সদরদপ্তর যথেষ্ট আন্তরিক এবং টাকা আসলেই যথাসময়ে আপনাদের পাওনা পরিশোধ করা হবে।
বিডি প্রতিদিন/আবু জাফর