বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির সদস্য এবং পোষ্যদের মাঝে শিক্ষাবৃত্তি ও অস্বচ্ছল সদস্যদের এককালীন অনুদানের চেক এবং জরুরি চিকিৎসা সামগ্রী বিতরণ করা হয়। আজ শনিবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক শামীম আহমেদ।
বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারী কর্মচারী কল্যাণ সমিতি নাটোর জেলা শাখার সভাপতি মনিমুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন নাটোর কালেক্টরেটের অবসরপ্রাপ্ত নাজির ও নাট্য ব্যক্তিত্ব নাজমুল হক লালা, সাংবাদিক নবীউর রহমান পিপলু এবং নাটোর প্রেসক্লাবের সভাপতি ফারাজী আহম্মদ রফিক বাবন।
অনুষ্ঠানে কল্যাণ সমিতির ২১ জন পোষ্যকে এক লাখ আট হাজার টাকার শিক্ষাবৃত্তি, ৩৯ জনকে এক লাখ ১৬ হাজার টাকার চেক, এক লাখ ৫২ হাজার টাকার চিকিৎসা অনুদান ছাড়াও জেলা প্রশাসন প্রদত্ত ৩০ হাজার টাকার অনুদান এবং শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়। অনুষ্ঠানের দ্বিতীয় পর্যায়ে মুজিববর্ষ উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর রুহের মাগফেরাত কামনা করে দোয়া পরিচালনা করা হয়।
বিডি প্রতিদিন/এএম