‘বিশ্ব বন্যপ্রাণী রক্ষা করি, প্রতিবেশ পুনরুদ্ধার এগিয়ে আসি’, এই প্রতিপাদ্যে মোংলায় পালিত হয়েছে বিশ্ব বন্যপ্রাণী দিবস। বিশ্ব বন্যপ্রাণী দিবস উপলক্ষে বৃহস্পতিবার বাগেরহাটের পূর্ব সুন্দরবনের ঢাংমারীতে মানববন্ধন ও সমাবেশ করা হয়েছে। মানববন্ধন ও সমাবেশে সুন্দরবনের ওপর নির্ভরশীল পেশাজীবীরা অংশ নেন।
বিশ্ব বন্যপ্রাণী দিবসের এই আয়োজনের বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) বাগেরহাটে জেলার আহ্বায়ক পশুর রিভার ওয়াটারকিপার মো. নূর আলম শেখের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন বাপা নেতা পশুর রিভার ওয়াটারকিপার ভলান্টিয়ার ইস্রাফিল বয়াতি, বাপা নেতা শেখ রাসেল, নদীকর্মী হাছিব সরদার, ডলফিন সংরক্ষণ দলের ষ্টিফেন হালদার, শেখর রায়, বাপা নেত্রী মীরা বিশ্বাস, ফাতেমা জান্নাত, তরুন মন্ডল প্রমুখ।
বিডি প্রতিদিন/এএম