গাজীপুরে বিপুল পরিমাণ গাঁজাসহ মাদক ব্যবসায়ী তিন নারীকে গ্রেফতার করেছে জিএমপি’র গাছা থানা পুলিশ। এসময় তাদের কাছ থেকে প্রায় ২৩ কেজি গাঁজা জব্দ করা হয়। শুক্রবার জিএমপি’র উপ-পুলিশ কমিশনার (অপরাধ-দক্ষিণ) মোহাম্মদ ইলতুৎমিশ এ তথ্য জানিয়েছেন। এছাড়াও ৬৯০ পিস ইয়াবাসহ কক্সবাজারের এক যুবককে গ্রেফতার করেছে র্যাব-১’র সদস্যরা।
গাঁজাসহ গ্রেফতারকৃত নারীরা হলো- ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ থানার সাকুয়া মাঝের চর এলাকার মৃত রইছ উদ্দিনের মেয়ে সুমি আক্তার (২২), বগুড়ার ধনুটের শামগাতি এলাকার মৃত বিরু শেখের মেয়ে লাইজু আক্তার লাবনী (২২) এবং গাইবান্ধার গোবিন্দগঞ্জ থানার বালুয়া এলাকার আল আমিনের স্ত্রী ও দুলু মিয়ার মেয়ে দীপা আক্তার (২১)। তারা সবাই গাজীপুর মহানগরীর গাছা থানার দক্ষিণ খাইলকৈর এলাকার ফারজানা আফরোজের বাড়িতে ভাড়া থাকতো।
পুলিশের ওই কর্মকর্তা জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দিবাগত রাতে গাজীপুর সিটি করপোরেশনের দক্ষিণ খাইলকৈর এলাকার ফারজানা আফরোজের বাড়ির ৫ম তলায় অভিযান চালায় গাছা থানা পুলিশ। এসময় মাদক ব্যবসায়ী ওই তিন নারীকে আটক এবং তাদের শয়ন কক্ষ থেকে ২২ কেজি ৮৪ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে।
এদিকে, মাদক বেচাকেনার গোপন সংবাদ পেয়ে শুক্রবার সকালে গাজীপুর শহরের ভাওয়াল রাজবাড়ি মাঠ এলাকার সিএনজি অটোরিক্সা স্ট্যান্ডের সামনের সড়কে অভিযান চালায় র্যাব-১ এর একটি টিম। তারা সেখান থেকে ৬৯০ পিস ইয়াবা ও একটি মোবাইলসহ মাদক ব্যবসায়ী আব্দুর শুক্কুরকে (২৫) আটক করে। সে কক্সবাজারের আব্দুল হাকিমের ছেলে। এ ঘটনায় সদর থানায় মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার র্যাব-১’র সহকারী পরিচালক (মিডিয়া অফিসার) সহকারী পুলিশ সুপার নোমান আহমদ এ তথ্য জানিয়েছেন।
বিডি প্রতিদিন/এএম