মুন্সীগঞ্জ পৌরসভার ৭নং ওয়ার্ডের আলোচিত তিন খুনের ঘটনায় নিহত আওয়ামী লীগ সহ-সভাপতি আওলাদ হোসেন মিন্টু, ছাত্রলীগ নেতা ইমন ও সাকিবের প্রথম মৃত্যু বার্ষিকীতে শোকসভা অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার সকাল সাড়ে ১১ টায় জেলা আওয়ামী লীগের প্রধান কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। এর আগে সকাল ১১ টার দিকে ট্রিপল হত্যার ন্যায় ও দ্রুত বিচারের দাবিতে শহরের প্রধান সড়কে একটি বিক্ষোভ মিছিল করা হয়েছে।
এ শোক সভায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, শহর আ.লীগ সভাপতি আব্দুল মতিন। বক্তারা বলেন, মিন্টু, ইমন ও সাকিব হত্যায় জড়িতদের দ্রুত শাস্তির আওতায় আনতে হবে। এ মামলায় শিগগিত চার্জশীট দেওয়ার জন্য পুলিশের কাছে অনুরোধ জানান।
বিডি প্রতিদিন/নাজমুল