ফেনীতে জেলা প্রশাসনের আয়োজনে ও ফেনী সরকারি কলেজের সহযোগিতায় যথাযোগ্য মর্যাদায় পালিত হলো গণহত্যা দিবস। দিবসটি উপলক্ষে শুক্রবার সকালে ফেনী সরকারি কলেজ প্রাঙ্গণে অবস্থিত বধ্যভূমিতে পুষ্পস্তবক অর্পণ করে জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ উল হাসান, পুলিশ সুপার আবদুল্লা আল মামুন, সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তর, সাংস্কৃতিক, সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরা।
পুষ্পস্তবক অর্পণ শেষে ফেনী সরকারি কলেজ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় ফেনী সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর বিমল কান্তি পালের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফেনী জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ-উল হাসান।
বিশেষ অতিথি ছিলেন সিভিল সার্জন ড. রফিক উস সালেহীন, অতিরিক্ত পুলিশ সুপার বদরুল আলম মোল্লা, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী সাদ মো. আন্দালিব।
এছাড়াও জেলা কালচারাল অফিসার এসএমটি কামরান হাসানের সঞ্চালনায় বক্তব্য রাখেন ফেনী সরকারি কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক দেলোয়ার হোসেন, বীর মুক্তিযোদ্ধা এএস সাইদুর রহমান বুলবুল ও বীর মুক্তিযোদ্ধা মো. মোস্তফা।
বিডি প্রতিদিন/এমআই