চুয়াডাঙ্গায় স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠনের সহায়তায় প্রতিবন্ধী ও পথশিশুদের মাঝে খাদ্য সহায়তা দেওয়া হয়েছে। শুক্রবার দুপুরে পৌর এলাকার পলাশপাড়ায় অবস্থিত জাহানারা ফাউন্ডেশনের প্রতিবন্ধী ও পথশিশুদের স্কুল প্রাঙ্গণে এ কর্মসূচি পালন করা হয়।
জাহানারা ফাউন্ডেশনের উদ্যোগে ও সারাবাংলা ৮৮ ব্যাচের সহযোগিতায় এ খাবার বিতরণ করা হয়েছে। খাবার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৮৮ সারাবাংলা সংগঠনের চুয়াডাঙ্গা জেলা শাখার সমন্বয়কারী সাঈদ মেহবুবুল কাদির।
প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মো. আনিছুন্নামান। উপস্থিত ছিলেন জাহানারা ফাউন্ডেশনের সভাপতি জাহানারা খাতুন, ৮৮ সারাবাংলা সংগঠনের চুয়াডাঙ্গা জেলা শাখার সদস্য রিফাত রহমান, মহাসীন আলী প্রমুখ। অনুষ্ঠানে অর্ধশতাধিক প্রতিবন্ধী ও পথশিশুকে দুপুরের খাবার প্রদান করা হয়।
বিডি প্রতিদিন/এমআই