বাগেরহাটের মোল্লাহাট উপজেলার গাংনি এলাকায় নাইম খান (২৮) নামের একজনকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার রাত ৯টার দিকে গাংনি গ্রামের একটি বাড়ির উঠান থেকে আহত অবস্থায় নাইমকে উদ্ধার করে স্থানীয়রা। নাইমকে প্রথমে স্থানীয় একটি ক্লিনিকে ভর্তির পর খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।
নাইম গাংনি গ্রামের আবুল খানের ছেলে। মোল্লাহাট উপজেলা সমাজসেবা অফিসে অফিস সহায়ক পদে কাজ করতেন।
মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোমেন দাস বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহত নাইমের লাশ খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে রয়েছে। অপরাধীদের শনাক্ত করতে কাজ করছে পুলিশ।
বিডি প্রতিদিন/এএম