বরিশাল নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মাদকসহ ৫ জনকে আটক করেছে পুলিশ। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়- প্রায় সাড়ে ৬ কেজি গাঁজা এবং ২ শ’ পিস ইয়াবা।
আটককৃতরা হলো- নগরীর সোনালী আইসক্রিম মোড় এলাকার দেলোয়ার হোসেন দিলু (৪০) ও কাওছার মিয়া (২০), সদর উপজেলার চরবাড়িয়া এলাকার সাইফুল ইসলাম সবুজ (৩৭), কুমিল্লার বিরামপুর থানার আনন্দপুর গ্রামের আবুল কালাম (৩৯) এবং মিজানুর রহমান (২২)।
পুলিশ জানায়, গত বৃহস্পতিবার রাতে নগরীর বগুড়া রোডের অপসোনিন মোড় থেকে দুই কেজি গাঁজা এবং নগরীর সোনালী আইসক্রিম মোড় থেকে ৪ কেজি গাঁজা সহ ৩ জনকে আটক করা হয়। পৃথক অভিযানে ২ শ’ পিস ইয়াবা ও ৬ শ’ গ্রাম গাঁজাসহ ২ জনকে আটক করে নগর গোয়েন্দা পুলিশ।
কোতয়ালী মডেল থানার ওসি আজিমুল করিম জানান, আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের হয়েছে। তাদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরন করা হয়েছে।
বিডি প্রতিদিন/এএম