বগুড়ার ধুনট উপজেলায় সংরক্ষিত মহিলা ইউপি সদস্য হত্যাকাণ্ডের ঘটনায় হত্যাকারী আবদুল লতিফ শেখকে মুন্সিগঞ্জ জেলা সদর থেকে গ্রেফতার করেছে র্যাব।
জানা যায়, গত ১৮ সেপ্টেম্বর ২০২১ তারিখ বগুড়ার একটি ইউনিয়ন পরিষদের সংরক্ষিত মহিলা আসনের সদস্য নিখোঁজ হন। পরবর্তীতে ২২ সেপ্টেম্বর ২০২১ তারিখ উপজেলার মথুরাপুর ইউনিয়নের কুড়িগাঁতী গ্রামের একটি ইটভাটার পাশে গলায় ওড়না পেঁচানো অবস্থায় তার অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়। ঘটনায় ভিকটিমের ভাই বাদী হয়ে গত ২৩ সেপ্টেম্বর ২০২১ তারিখে বগুড়ার ধুনট থানায় অজ্ঞাতনামা আসামি করে একটি মামলা করেন।
র্যাব-১২ হত্যাকাণ্ডে জড়িতদেরকে আইনের আওতায় নিয়ে আসতে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। এরই ধারাবাহিকতায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত ২৪ মার্চ ২০২২ তারিখ র্যাব-১২ এর অভিযানে মুন্সিগঞ্জ জেলা থেকে হত্যাকাণ্ডের ঘটনার হত্যাকারি মো. আব্দুল লতিফ শেখকে (৬০) গ্রেফতার করে। সে বগুড়ার ধুনট উপজেলার মথুরাপুরের বাসিন্দা।
র্যাব-১২ বগুড়ার কোম্পানী কমান্ডার সোহরাব হোসেন জানান, গ্রেফতারকৃত আব্দুল লতিফ প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডে সংশ্লিষ্টতার বিষয়ে তথ্য প্রদান করেছে।
বিডি প্রতিদিন/এএম