বরিশালে দ্বিতীয় বারের মতো দুই দিন ব্যাপী বিজনেস কার্নিভাল শুরু হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ১১ টায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের ক্যারিয়ার ক্লাবের উদ্যোগে নগরীর আছমত আলী খান (এ কে ইনস্টিটিউট) স্কুল মাঠে এই বিজনেস কার্নিভালের উদ্বোধন হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে বরিশাল বিশ্ববিদ্যালয়ের ইংলিশ বিভাগের শিক্ষক তানভীর হোসেন, বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাবের উপদেষ্টা আব্দুল আল মাসুদ ও শাখাওয়াত হোসেন ও ক্যারিয়ার ক্লাব সভাপতি মেহেদী হাসান প্লাবন উপস্থিত ছিলেন। দুই দিনব্যাপী মেলায় বিভিন্ন ধরনের ৩৩ টি স্টল রয়েছে। সকাল ৯ টা থেকে রাত ৯ টা পর্যন্ত দর্শনাথীদের এই মেলা উন্মুক্ত থাকবে।
বিডি প্রতিদিন/নাজমুল