ময়মনসিংহের ফুলপুরে গণহত্যা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসন ও মুক্তিযোদ্ধাদের উদ্যোগে শুক্রবার সকাল ১০টায় ঠাকুরবাখাই বধ্যভূমিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
এরপর ফাতেহা পাঠ ও ৭১-এ শহীদদের জন্য দোয়া অনুষ্ঠিত হয়। পরে ঠাকুরবাখাই ময়েজউদ্দিন উচ্চ বিদ্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শীতেষ চন্দ্র সরকার, উপজেলা চেয়ারম্যান আতাউল করিম রাসেল, সহকারী কমিশনার (ভূমি) ফারজানা আক্তার ববি, ওসি আব্দুল্লাহ আল মামুন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল বাতেন সরকার, বীর মুক্তিযোদ্ধা বিজয় চন্দ্র বিশ্বাস ও মহিলা ভাইস চেয়ারম্যান রোকেয়া পারভীন লাকি প্রমুখ।
বিডি প্রতিদিন/এমআই