কুয়াকাটার সৈকতে ফের ভেসে এসেছে আরও দু'টি সমুদ্রিক বিরল প্রজাতির মৃত কচ্ছপ। একটির ওজন প্রায় ৩০ কেজি, অপরটির ওজন ২০ কেজি। শুক্রবার বিকেল তিনটায় লেম্বুরবন পয়েন্ট এলাকায় এ দু'টি কচ্ছপকে স্থানীয়রা দেখ পায়। পরে ব্লু গার্ডের সদস্যদের খবর সৈকতেই বালু চাপা দিয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, একটির শরীরের উপরিভাগে আঘাতের চিহ্ন রয়েছে। এছাড়া অপরটি পচে সৈকত এলাকায় দুর্গন্ধ ছড়াচ্ছিল। এর আগে মঙ্গবার গঙ্গামতির পয়েন্টে দু'টি মৃত কচ্ছপ ভেসে আসে। এগুলো ডিম পাড়ার জন্য তীরে আসার পথে হতো জেলেদের জালে আঘাত পেয়ে মারা যেতে পারে বলে তারা ধারনা করেছে।
ওয়াল ফিস ব্লু গার্ড সদস্য মো.হাবিব হাওলাদার বলেন, কচ্ছপ দু'টিকে সৈকতে বালু গর্ত করে চাপা দেয় হয়েছে।
কুয়াকাটা আন্দারমানিক ট্যুরিজম ব্যবস্থাপনা পরিচালক কেএম বাচ্চু বলেন, বর্ষা মৌসুম শুরু হওয়ার পূর্ব মূহুর্তেই সমুদ্র প্রাণীগুলোর মৃত হচ্ছে। গত এক সপ্তাহের মধ্যে চারটি মৃত কচ্ছপ সৈকতে ভেসে এসেছে। আসলে এটা খারাপ সংকেত বলে তিনি মনে করি।
পটুয়াখালী জেলা বনবিভাগের সহকারী বনসংরক্ষক তারিকুল ইসলাম জানান, ঘটনাস্থলে কর্মকর্তাদের পাঠানো হয়েছে। পরবর্তী ব্যবস্থা গ্রহন করা হচ্ছে।
বিডি প্রতিদিন/এএম