গণহত্যা দিবস উপলক্ষে নেত্রকোনায় খন্দকার আনিছুর রহমান নামে একজন বীর মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। এ উপলক্ষে মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
শুক্রবার বিকেলে নেত্রকোনা সরকারি মহিলা কলেজ হলরুমে কলেজ কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে ৭১-এর দিনগুলোর স্মৃতিচারণ করেন আনিছুর রহমান। শিক্ষার্থীদের মুক্তিযুদ্ধের ইতিহাস একজন বীর মুক্তিযোদ্ধার মুখ থেকে শোনাতেই এই আয়োজন করে কলেজ কর্তৃপক্ষ।
কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ কামরুল হাসানের সভাপতিত্বে বীর মুক্তিযোদ্ধা খন্দকার আনিছুর রহমানের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন প্রধান অতিথি কলেজ অধ্যক্ষ প্রফেসর মো. সিরাজুল ইসলাম। এ সময় কলেজের বাংলাসহ বিভিন্ন বিভাগের শিক্ষার্থী ও শিক্ষকরা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এমআই