‘কারিগরি শিক্ষার প্রসার ঘটলেই দেশ এগিয়ে যাবে’ মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ভাটেরচর দে এ মান্নান পাইলট উচ্চ বিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তী উৎসবে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন, শিক্ষামন্ত্রী ডা. দিপু মনি।
শুক্রবার সকাল ১০টায় উপজেলার ভাটেরচর দে এ মান্নান পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গনে দিনব্যাপী এই অনুষ্ঠানের উদ্ধোধন করেন মুন্সীগঞ্জ ৩ আসনের সংসদ সদস্য, বাংলাদেশ আওয়ামী লীগ এর কেন্দ্রীয় মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস।
বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি সাখাওয়াত হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা প্রশাসক কাজী নাহিদ রসূল, ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের মহাপরিচালক বিগ্রেডিয়ার জেনারেল সাজ্জাদ হোসেন।
বিডি প্রতিদিন/নাজমুল