স্বাধীনতার ৫০ বছর পর সাতক্ষীরা সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের পিছনে ইতিহাস গাঁথা ঐতিহাসিক বধ্যভূমিতে অস্থায়ী স্মৃতিসৌধ নির্মাণ করা হয়েছে। জাতীয় গণহত্যা দিবসে সাতক্ষীরা শহরের কাটিয়া আমতলার দীনেশ কর্মকারের বাড়ি সংলগ্ন ওই অরক্ষিত বধ্যভূমিতে এবারই প্রথম অস্থায়ী স্মৃতিসৌধ নির্মাণ করে জেলা প্রশাসনের আয়োজনে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে।
শুক্রবার সকাল সাড়ে ৯টায় নবনির্মিত অস্থায়ী স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, স্বাস্থ্য বিভাগ, সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়, সাতক্ষীরা বধ্যভূমি সংরক্ষণ ও স্মৃতিসৌধ নির্মাণ কমিটি।
সকাল ১০টায় সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সাতক্ষীরার জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবীরে সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহম্মেদ রবি। জেলা প্রশাসক বলেন, ‘অস্থায়ী স্মৃতিসৌধ নির্মাণ করা হলেও মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ে পাঠানো আবেদনটি পেলেই নির্ধারিত নকশা অনুযায়ী দীনেশ কর্মকারের বাড়ি সংলগ্ন জমিতে নির্ধারিত বধ্যভূমিতে স্থায়ী স্মৃতিস্থম্ভ নির্মাণ করা হবে।’
বিডি প্রতিদিন/নাজমুল