কক্সবাজারের টেকনাফে পুলিশ অভিযান চালিয়ে ইয়াবাসহ এক দম্পতিকে আটক করেছে। টেকনাফ মডেল থানার ওসি মো. হাফিজুর রহমান গণমাধ্যম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, শুক্রবার ভোররাতে উপজেলার সদর ইউনিয়নের নতুন পল্লান পাড়ার ধৃত আসামি আরিফের বসত-বাড়ির সামনে অভিযান চালিয়ে ১০ হাজার ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে আটক করতে সক্ষম হয়। আটককৃতরা হলেন- উপজেলার সদর ইউনিয়নের পল্লান পাড়া এলাকার মৃত আবু বক্কর সিদ্দিকের ছেলে আরিফুল ইসলাম আরিফ (৩৫) ও তার স্ত্রী খুইল্যা বানু (২৭)। আটককৃত দম্পতির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে কক্সবাজার আদালতে পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/এএম