লক্ষ্মীপুরে এমপি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন হয়েছে চররুহিতা ইউনিয়ন একাদশ। শুক্রবার বিকালে দালালবাজার এনকে উচ্চ বিদ্যালয় মাঠে টুর্নামেন্টর ফাইনাল খেলায় চররমনী মোহন ইউনিয়ন একাদশকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়নের গৌরব অর্জন করে তারা।
পরে বিজয়ী ও বিজীত দলের মাঝে পুরষ্কার বিতরণ করেন অতিথিরা।
স্থানীয় উইনার্স ক্লাব আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন।
এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. আনোয়ার হোছাইন আকন্দ, পুলিশ সুপার ড. এএইচএম কামরুজ্জামান, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম সালাউদ্দিন টিপু, পৌর মেয়র মোজাম্মেল হায়দার মাসুম ভূইয়া, রায়পুর পৌর মেয়র গিয়াস উদ্দিন রুবেল ভাট, সদর থানার ওসি জসীম উদ্দীন প্রমুখ।
দেশি-বিদেশি খেলোয়াড়দের সংমিশ্রণে আয়োজিত এ খেলা উপভোগ করেন হাজার হাজার দর্শক।
বিডি প্রতিদিন/আবু জাফর